রাজ্যে স্থায়ী হচ্ছে না শীতের আমেজ! আবার বাড়বে তাপমাত্রা, কুয়াশায় ঢাকবে আকাশ
শীতের অপেক্ষায় দিন গুনছে গোটা রাজ্য। কার্তিক মাস পেরোতেই ভোরের আমেজে এসেছে হালকা ঠান্ডা হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে সকাল। অনেকেই ধরে নিতে শুরু করেছিলেন—এবার বুঝি রাজ্যে আগেভাগেই শীত নেমে পড়তে চলেছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কথা। আপাতত রাজ্যে স্থায়ী হচ্ছে না শীতের আমেজ। বরং আগামী সপ্তাহে আবার কিছুটা তাপমাত্রা বাড়তে চলেছে।

দক্ষিণবঙ্গের আকাশ ঢাকবে কুয়াশায়
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রবি থেকে মঙ্গলবার ভোরবেলা পর্যন্ত আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। ভোরের দিকে দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে। তবে সব এলাকায় একইরকম কুয়াশা থাকবে না। কিছু জেলায় ঘন কুয়াশা দেখা যাবে, আবার কিছু এলাকায় হালকা ধোঁয়াশা থাকবে।
এর মাঝেই সকালে থাকবে বেশ ঠান্ডা অনুভূতি, বেলা বাড়লে আবহাওয়াও থাকবে আরামদায়ক। শীতের প্রাথমিক আবহ শুরু হলেও এটি এখনই স্থায়ী নয় বলে স্পষ্ট জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন :
৪২ বলে ১৪৪! দোহায় বৈভব সূর্যবংশীর তাণ্ডবে কাঁপল এশিয়া কাপ — ১৫ ছক্কায় রেকর্ডের বন্যা
মাত্র ৩০ দিনে মেদ কমানোর ৫টি চমকপ্রদ উপায়! রোজ করলে শরীর বদলে যাবে
দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা
আগামী দু’দিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে গাঙ্গেয় বাংলার কিছু এলাকার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কমতে পারে। কিন্তু তার পরের তিন দিনেই আবার তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
মানে, শীতের স্পর্শ মিললেও তা এখনই স্থায়ীভাবে থাকবে না। সকালে হালকা ঠান্ডা, দুপুরে আরামদায়ক আবহ—এই ওঠানামাই চলবে আপাতত।
আজকের আবহাওয়া – কলকাতা ও দক্ষিণবঙ্গ
তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর
সর্বনিম্ন তাপমাত্রা: ১৭°C
কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে আজ ভোরে কুয়াশার উপস্থিতি দেখা যেতে পারে। সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভূতি থাকবে, তবে বেলা বাড়লে আবহাওয়া মনোরম থাকবে। এখনই ঝড়-বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও একই ছবি
উত্তরবঙ্গেও আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এখানেও রবি থেকে মঙ্গলবার ভোরের দিকে আকাশে দেখা দেবে কুয়াশা, দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে।
দু’দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। অনেক জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের মতো এখানেও পরবর্তী তিন দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শীত কি তবে দেরিতে?
সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে—শীতের আমেজ মিললেও তা এখনই স্থায়ী নয়। বেলা বাড়লে তাপমাত্রা আরামদায়ক থাকবে এবং ধীরে ধীরে উষ্ণতা ফের বাড়তে পারে। তাই এখনই গভীর শীতের অপেক্ষায় থাকা উচিত নয়।
মূলত বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও শীত দেরিতে আসে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত জোরদার হয়। তার আগ পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলতেই থাকে। ফলে নভেম্বরের মাঝামাঝিতে হঠাৎ ঠান্ডা পড়লেও সেটি ভৌগোলিক স্বাভাবিকতা অনুযায়ী দ্রুত কমে যায়।
কী থাকতে পারে আগামী সপ্তাহের আবহাওয়ায়
-
ভোরবেলা ঘন বা মাঝারি কুয়াশা
-
দৃশ্যমানতা ২০০ মিটারে নামতে পারে
-
রাতে হালকা ঠান্ডা থাকবে
-
দিন বাড়লে তাপমাত্রা আরামদায়ক
-
সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে
-
আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই
সব মিলিয়ে রাজ্যে শীতের স্বাদ মিললেও তা এখনই স্থায়ী হচ্ছে না। ভোরে কুয়াশা আর হালকা ঠান্ডার সঙ্গে চলতে হবে আরও কয়েক দিন।
